সার্জেন্ট পরিচয়ে বিভিন্ন মিথ্যেমামলার হুমকি সিনিঃ সাংবাদিক হৃদয় আহম্মেদকে
সার্জেন্ট পরিচয়ে বিভিন্ন মিথ্যেমামলার হুমকি সিনিঃ সাংবাদিক হৃদয় আহম্মেদকে |
বরিশালের উজিরপুরের সিনিয়র সাংবাদিক এম. হৃদয় আহম্মেদ এর বিরুদ্ধে বিভিন্ন ষরযন্ত্র করে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টায় হুমকি প্রদান। তথ্যসুত্রে জানা যায়, গত ২রা মার্চ-২০২৩ইং তারিখ একটি তথ্যের ভিত্তিতে রিপোর্ট করার উদ্দেশ্যে উপজেলা সংলগ্ন একটি মার্কেটিং (গঅচখ) এজেন্সীর অস্থায়ী কার্যলয়ে সুপারভাইজার এর সাথে মুল ঘটনার বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ বিষয় নিয়ে উজিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত-সফিজ উদ্দিন হাওলাদরের ছেলে মোঃ সুলতান হাওলাদার (৫৬) রাত সারে নয়টার দিকে হৃদয় আহম্মেদ এর মুঠো ফোনে সেনাবাহিনির সার্জেন্ট পরিচয়ে কল দিয়ে বিভিন্ন বিষয়ে উল্টোপাল্টা প্রশ্ন করে এবং ঐ অফিসের অস্থায়ী চাকুরিরত ৮জন মেয়েদের দ্বারা মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি প্রদান করে।
এ বিষয়ে সাংবাদিক হৃদয় আহম্মেদ এর সাথে কথা বলে জানা যায়, বর্তমানে তিনি বাংলা টিভি‘র উজিরপুর-বানারীপাড়া প্রতিনিধি,বরিশাল হিসেবে কর্মরত আছেন। সুলতান হাওলাদারকে তিনি চিনেন না এবং তাহার সাথে কোন পূর্ব পরিচয় নেই। তবে হঠাৎ করে বৃহস্পতিবার রাত আনুমানিক সারে নয়টার দিকে সুলতান এর ব্যবহৃত ফোন থেকে কল আসে এবং তিনি একজন সেনাবাহিনির সার্জেন্ট পরিচয় দিয়ে উত্তেজিত ভাবে ঐ অফিসে যাওয়ার কারন জানতে চায়। পরে ফোনের মাধ্যমেই তিনি বিভিন্ন রকমের হুমকি প্রদান করে এবং ঐ অফিসে অস্থায়ী চাকুরীরত মেয়েদের দ্বারা মিথ্যে মামলায় ফাঁসানোর কথা বলে। তবে হৃদয় আরো জানান, ঐ অফিসের কারো সাথে পুর্বের কোন পরিচয় নাই । এছারা চাকুরীরত কোন মেয়েদেরকেও তিনি চিনেন না।
এবিষয়ে সুলতান এর কাছে জানতে চাইলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে মোবাইল ফোনে বলা কথায় ভূল হলে ক্ষমা চাইবেন বলে জানান তিনি।
সুলতান এর বিষয়ে জানতে চাইলে এলাকার মেছের আলী জানান, সুলতাল একজন খারাপ প্রকৃতির লোক। তিনি বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে মানুষকে হয়রানী করে।
স্থানীয় আলাউদ্দিন জানান, সুলতান এর ষরযন্ত্রে অনেক সংসার ভেঙেছে। এছারা তিনি জামাত-শিবিরের একজন কর্মি ও অনেক খারাপ কাজের সাথে জরিত এবং তাহার বিরুদ্ধে মসজিদ ভাংগাসহ একাধিক মামলা রয়েছে।
এছারাও সুলতান উজিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার উজিরপুর প্রতিনিধি, বরিশাল মোঃ নুরুল ইসলামকেও বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলে জানান তিনি।
উজিরপুর-বানারীপাড়া বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ আলম ফকির বলেন, সুলতান সার্জেন পরিচয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এলাকার অনেকের সাথে খারাপ আচরন করে ফায়দা লুটে।
সুলতান এর মিথ্যে ষরযন্ত্র ও হুমকি-ধামকি এবং মিথ্যে মামলায় ফাঁসানোর হাত থেকে রেহাই পেতে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান হৃদয় আহম্মেদ।
সার্জেন্ট পরিচয়ে বিভিন্ন মিথ্যেমামলার হুমকি সিনিঃ সাংবাদিক হৃদয় আহম্মেদকে